DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতের মেঘালয় থেকে আসা ৪৮ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ

সিলেট অফিস
জানুয়ারি ২৩, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ৪৮ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান দৈনিক আস্থাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে বৃহস্পতিবার ভোররাতে থেকে সুনামগঞ্জের বাংলাবাজার,লাফার্জ পাথরকোয়ারি সিলেটের সংগ্রাম,বিছনাকান্দি, শ্রীপুর,সোনারহাট, কালাইরাগ বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।

গবাদিপশু (গরু-), চিনি, চকলেট, আইবল ক্যান্ডি,সাবান,ভারতের মেঘালয়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, অবৈধভাবে পাথর উক্তোলনকালে দেশীয় তৈরী কাঠের নেীকা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৭ লাখ ৭০ হাজার ৭০০ টাকা।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]