DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৮ই মে ২০২৫
ঢাকারবিবার ১৮ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
মে ১৮, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকান্ডের মূল ঘাতকসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার , সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৮ মে) সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার ১৩টি উপজেলায় সরকারি ও বেসরকারি  কলেজগুলোতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদের নেতৃত্বে ওয়ালীনেওয়াজ খান কলেজের মেইন ফটকের সামনে ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর নেতৃত্বে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি হাজী আসমত কলেজ, হোসেনপুর সরকারি কলেজ, পাকুন্দিয়া উপজেলা ও পৌর ও সরকারি কলেজ, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ,কটিয়াদি সরকারি কলেজ,অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজ,করিমগঞ্জ সরকারি কলেজ,তাড়াইর মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজ, কুলিয়ারচর উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বক্তব্য দেয়। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরোনো ফোয়ারার কাছে সাম্যকে কুপিয়ে হত্যা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬