ময়মনসিংহে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হুজ্জাতুল খান মুন এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের গাংগিনাপাড় থেকে র্যালিটি বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলওয়ে স্টেশন মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে হুজ্জাতুল খান মুন ছাত্রদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুকে দিতে ছাত্রদলের নেতাদের-কর্মীদের অনুরোধ করেন এবং সবাইকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ অনুসরণ করে সবাইকে চলার আহ্বান জানান ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।