ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহিনন্দ পাঠাগারে শিশু-মা সমাবেশ; নৈতিক শিক্ষায় এক আনন্দমুখর পরিবেশ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১০০৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মহিনন্দ এলাকায় প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগার-এর প্রাঙ্গণ আজ একটি অন্যরকম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। পাঠাগারটিতে অনুষ্ঠিত হয় ইসলামী ফাউন্ডেশনের (ইফা) শিশু শিক্ষার্থীদের নিয়ে শিশু শিক্ষার্থী ও মা সমাবেশ।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার মহিনন্দন গ্রামে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও শিক্ষাবান্ধব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হিসাব রক্ষক ও ফিল্ড সুপারভাইজার মো. শফিকুল আলম সারওয়ার। তিনি শিশুদের নৈতিক শিক্ষা, সুশিক্ষায় পরিবার-সমাজের ভূমিকা এবং অভিভাবকদের সচেতনতার গুরুত্ব তুলে ধরে।

এ সময় তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। মা বাবার সঠিক দিকনির্দেশনা তাকে ভবিষ্যতের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওলানা মাহতাব উদ্দিন। তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, আদব-কায়দা, কুরআন শিক্ষার প্রাথমিক ধাপ এবং চরিত্র গঠনের বিষয়ে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন।

অভিভাবকরা জানান, এমন আয়োজন তাদের সন্তানদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে।

মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগারের উদ্যোক্ত মো. আমিন সাদী জানান, শিশুদের পাঠাভ্যাস, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতে আরও নানা কর্মসূচি আয়োজন করা হবে। এমন উদ্যোগ শিক্ষার আলোকে সম্প্রদায়কে আরও শক্তিশালী ও সচেতন করতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহিনন্দ পাঠাগারে শিশু-মা সমাবেশ; নৈতিক শিক্ষায় এক আনন্দমুখর পরিবেশ

আপডেট সময় : ১১:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জের মহিনন্দ এলাকায় প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগার-এর প্রাঙ্গণ আজ একটি অন্যরকম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। পাঠাগারটিতে অনুষ্ঠিত হয় ইসলামী ফাউন্ডেশনের (ইফা) শিশু শিক্ষার্থীদের নিয়ে শিশু শিক্ষার্থী ও মা সমাবেশ।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার মহিনন্দন গ্রামে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও শিক্ষাবান্ধব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হিসাব রক্ষক ও ফিল্ড সুপারভাইজার মো. শফিকুল আলম সারওয়ার। তিনি শিশুদের নৈতিক শিক্ষা, সুশিক্ষায় পরিবার-সমাজের ভূমিকা এবং অভিভাবকদের সচেতনতার গুরুত্ব তুলে ধরে।

এ সময় তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। মা বাবার সঠিক দিকনির্দেশনা তাকে ভবিষ্যতের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওলানা মাহতাব উদ্দিন। তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, আদব-কায়দা, কুরআন শিক্ষার প্রাথমিক ধাপ এবং চরিত্র গঠনের বিষয়ে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন।

অভিভাবকরা জানান, এমন আয়োজন তাদের সন্তানদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে।

মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগারের উদ্যোক্ত মো. আমিন সাদী জানান, শিশুদের পাঠাভ্যাস, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতে আরও নানা কর্মসূচি আয়োজন করা হবে। এমন উদ্যোগ শিক্ষার আলোকে সম্প্রদায়কে আরও শক্তিশালী ও সচেতন করতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।