DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চৌধুরী কামরুল হাসানের দিনভর গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোজাহিদ সরকার‌‌‌
মে ১৭, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তথা ২৯ মে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরপর দুইবারের উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

শুক্রবার (১৭ মে) সকাল থেকে কাঁপ পিরিচ প্রতীকের সমর্থনে দিনব্যাপী প্রচারণা চলে উপজেলার মৃগা ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে গ্ৰামে।

উক্ত নির্বাচনী জনসভায় ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার উদ্দীন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মোঃ মনিরুজ্জামান আক্কেল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুল হাসান বলেন, আমি উপজেলার মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকব। আগামীতে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব।

এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন। ইটনা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবোও বলেও জানান। জানা যায়, ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়সহ নির্বাচনী সমাবেশে জমজমাট হয়ে উঠেছে হাওর অধ্যুসিত জেলার সর্ববৃহৎ ইটনা উপজেলার বিভিন্ন এলাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬