“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে রোয়াংছড়িতে পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষে বোরবার (২মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বরে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নিবার্চন অফিস কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুর্নিমল বড়ুয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আবদুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক মংচসিং মারমা।
আলোচনা সভায় প্রভাষক মংচসিং মারমা রোয়াংছড়ি কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে নাগরিকের ভোটার অধিকার, কিভাবে ভোট দিতে হয়, কিভাবে ভোট গ্রহণ করে, কত জন এজেন্ট ও কর্মকর্তা থাকবে হাতে কলমে শিখানো হয়েছে।
এসময়ে প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি ও রোয়াংছড়ি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন।
এমকে/আস্থা