DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৩ই জানুয়ারি ২০২৫
ঢাকাসোমবার ১৩ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

স্বাভাবিক প্রসবে খানসামায় জন্ম নিল পাঁচ কেজি ওজনের নবজাতক

Astha Desk
জানুয়ারি ১৩, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজামুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি : স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ কেজি ওজনের নবজাতকের জন্ম হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের ভাষ্য মতে, স্বাভাবিক গড়ের চেয়ে ওই শিশুর ওজন বেশি। তবে নবজাতক পুরোপুরি সুস্থ আছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে কর্মরত মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এই ছেলে সন্তানের জন্ম হয় বলে জানা যায়।

জানা যায়, উপজেলার পূর্ব হাসিমপুর পালোয়ান পাড়া গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী ও প্রসূতি শরিফা খাতুন (২৯) প্রসব ব্যাথা নিয়ে রবিবার (১২ জানুয়ারি) সকালে পাকেরাহটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরবর্তী সময়ে কর্মরত মিডওয়াইফ-নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে ওই প্রসূতি মায়ের তৃতীয় বাচ্চার জন্ম হয়। ওই প্রসূতি মায়ের প্রথম দুই মেয়ে সন্তানও স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম গ্রহণ করে। জন্মের সময় তাঁদেরও ওজন ৩ থেকে সাড়ে ৪ কেজি ছিল।

প্রসূতি মা শরিফা খাতুন বলেন, সবই আল্লাহর ইচ্ছা। আগের বাচ্চাগুলোও নরমাল ডেলিভারিতে হয়েছে সেগুলোর ওজনও ছিল প্রায় ৩-৪ কেজি। আর আজ (রবিবার) জন্ম নেওয়া ছেলে সন্তানের ওজন প্রায় ৫ কেজি। আল্লাহর রহমতে বাচ্চাসহ আমি সুস্থ আছি।

কর্তব্যরত মিডওয়াইফ মোছা: রুনা লায়লা বলেন, জীবনে প্রথমবার সর্বোচ্চ ওজনের বাচ্চা নরমাল ডেলিভারি করালাম। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। মহান আল্লাহ চাইলে সবই সম্ভব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, নরমাল ডেলিভারির প্রতি ওই প্রসূতি মায়ের দৃঢ়তা ও আস্থার ফলে আমাদের কাজ সহজ হয়েছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, সাধারণত ৪ কেজি বা ৮ পাউন্ডের বেশি ওজনের বাচ্চাদের বলা হয় ফিটাল ম্যাক্রোসোমিয়া। শিশুর মা-বাবা ডায়াবেটিক আক্রান্ত অথবা মা-বাবার বেশি ওজন হলে শিশুর এমন ওজন হতে পারে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ওই নবজাতকের মা-বাবার এমন ছিল না। নরমাল ডেলিভারিতে এমন সন্তান প্রসবে ঝুঁকি থাকলেও প্রসূতি মায়ের ইচ্ছা ও সহকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে প্রায় ৫ কেজি ওজনের শিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতি মা-শিশু সুস্থ আছেন, আমরা তাঁদের প্রতি খেয়াল রাখছি।

আরো পড়ুন :  ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত বেনাপোল ইমিগ্রেশনে নেই কোনো সতর্কতা

উল্লেখ্য, স্বাভাবিক সন্তান প্রসবের জন্য খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করে প্রশংসিত হয়েছেন।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৫১
  • ৬:৪৩