DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৬শে জুন ২০২৪
ঢাকাবুধবার ২৬শে জুন ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের হাফিজুল্লাহ হিরা

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের শিমুলবাঁক গ্রামের হাজী রইছ উদ্দিন ভূঁইয়ার সন্তান হাফিজুল্লাহ হিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ জুন) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কবির রিজভী ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেন।এতে ৩৮ নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল্লাহ হিরা। জানা যায়,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহন করেন হাফিজুল্লাহ হিরা।পরবর্তীতে ২০০৬/২০০৭ শিক্ষাবর্ষে সরকারি তিতুমীর কলেজে বাংলা সাহিত্যে বি.এ(অনার্সে) ভর্তি হোন।২০০৬ সাল থেকে তিতুমীর কলেজ ছাত্রদলের একজন নিয়মিত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ১/১১ সংকটময় সময়ে উত্তাল রাজপথে জিয়া পরিবারের পাশে থেকে কঠিন সময়েও রাজপথে কর্মসূচি বাস্তবায়নে সর্বদাই সচেষ্ট ছিলেন। ফখরুউদ্দীন মঈনউদ্দীনের আমলেও নুন্যতম রাজনৈতিক চর্চা না থাকলেও সাহসীকতার সাথে জিয়া পরিবারের প্রশ্নে ছিলেন আপোষহীন। এমন কি তারেক রহমানের উপর যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সেই সময়েও বাংলাদেশের সকল ক্যাম্পাসের ন্যায় তিতুমীর কলেজ ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল চালিয়ে গেছেন।দীর্ঘদিন ক্যাম্পাস রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেছেন। ২০১৩,২০১৪ সালের আন্দোলনে ছিলেন সম্মুখ সারির যোদ্ধা।

২০১৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলেও কোন দিন এক মূহুর্তের জন্য রাজপথের আন্দোলন সংগ্রামের বাহিরে ছিলোনা তিনি।সংগঠনের প্রতি আনুগত্য,শৃঙ্খলা,রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনে,পুরস্কার স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বীর সেনানীর ন্যায় প্রশাসনের রক্ত চক্ষু কে উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ২০২৪ সালের নির্বাচনের আগে পরে প্রতিটি কর্মসূচিতে রাজপথের হিরণময় হাতিয়ার হিসেবে সাহসিকতার দৃষ্টান্ত দেখিয়েছেন। ছাত্র রাজনীতির দীর্ঘ পরিক্রমায় অনেক বার কারানির্যাতনের স্বীকার হয়েছেন। দল ও সংগঠনের ক্রান্তিলগ্নে সাহসীকতায়,মেধা মননের একাগ্রতায়, অপরিসীম দেশপ্রেম এবং ছাত্রদলের রাজনীতিতে ভালোবাসার ফল স্বরূপ হাফিজুল্লাহ হিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০৪
  • ৪:৪১
  • ৬:৫৩
  • ৮:২০
  • ৫:১২