DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৪ই জুলাই ২০২৪
ঢাকারবিবার ১৪ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির সমাবেশ

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
জুলাই ৩, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩জুলাই) দুপুরে জেলা শহরের রথখলা ময়দানে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ,সহ-সভাপতি রুহুল আমিন আকিল,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল প্রমুখ।

বক্তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশর্যায়। যেকেনো সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন।

অথচ আওয়ামীলীগের স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদার মুক্তি দরকার। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক। এর আগে জেলার তেরো উপজেলা থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ স্থলে সমবেত হয়।

এসময় সমাবেশে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫৪
 • ১২:০৭
 • ৪:৪৩
 • ৬:৫৩
 • ৮:১৮
 • ৫:১৮