DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের পর প্রভাবশালীর বেড়া গুড়িয়ে দিলেন প্রশাসন

মো. এ কে নোমান
জুলাই ১৩, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাটে ৩ মাস গৃহবন্দী পরিবারকে মুক্তি দিতে প্রভাবশালীর দেয়া বেড়া ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।

প্রতিহিংসার শিকার হয়ে প্রভাবশালী একটি পরিবারকে ৩ মাস গৃহবন্দি করে রেখেছে এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের হওয়া পর উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আসলে ইউএনও আসমা খাতুন প্রভাবশালী দেয়া বাঁশ ও কাটার বেড়া গুড়িয়ে দিয়েছেন। গনমাধ্যম ও উপজেলার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী এনতাজ আলী।

জানা গেছে, গত রমজান মাস থেকে খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের রোস্তম আলীর ছেলে এনতাজ আলীর পরিবার প্রভাবশালী আব্দুল কাইয়ুম ও আব্দুল হাই গং এর দারা শত্রুতার শিকার হয়ে গৃহবন্ধী হন। উপায় না পেয়ে কলা গাছের ভেলায় ও পুকুরের পানিতে সাঁতার কেটে বাড়ী থেকে বের হন এনতাজ আলী ও তার পরিবার। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। দৈনিক সমকাল, আমাদের সময়,  ভোরের দর্পন,খোলা কাগজ ডেলটা টাইম, দুরন্ত সংবাদ, জয় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি দেখার পর ইউএনও আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বাঁশের বেড়া গুড়িয়ে দেন এবং প্রকৃত ঘটনা শুনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে আপোশ করে দেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ইউপি সদস্য মিলন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে মাধ্যমে জানতে পারি যে, এনতাজ আলী তার পরিবার নিয়ে ৩ মাস যাবত গৃহবন্ধী আছে, ঘটনা প্রত্যক্ষ করতে সরেজমিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের চলাচলের রাস্তার বেড়া সরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীন ভাবে বাঁচবে এটাই উপজেলা প্রশাসনের প্রত্যাশা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১