শিরোনাম:
কিশোরগঞ্জে ৩শ পিস ইয়াবাসহ আটক ১

Doinik Astha
- আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১০২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌরসভার নিউটাউন পশ্চিম তারাপাশা ওয়ালী নেওয়াজ খান কলেজ রোডে শিপুল এর ভাঙ্গারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মহর উদ্দিন (৪০) কিশোরগঞ্জ সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রাশিদ ছেলে।
পুলিশ জানায়, গত রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহর উদ্দিনকে আটক করে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে