বাজিতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে জামায়াতের নগদ আর্থিক সহযোগিতা প্রদান

- আপডেট সময় : ০৪:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১১১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুইজন শহীদ হয়। নিহতদের মধ্যে আব্দুল কুদ্দুস ও আয়মান রাহুল এর পরিবার কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ চার লক্ষ সহযোগিতা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল দশ ঘটিকায় বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সামনে উক্ত সহযোগীতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড.সামিউল হক ফারুকী,আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী। নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন,বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃইয়াকুত আলী,সেক্রেটারী ডাঃ মোবারক উল্লাহ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।