DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৪ঠা নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৪ঠা নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে আশি হাজার টাকা জরিমানা

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নিউ আল মাদিনা ফুড এন্ড বেভারেজ নামে একটি জুস তৈরি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অনুমোদনহীন ভেজাল জুস তৈরি, পণ্যে যথাযথ মোড়ক ব্যবহার না করা ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার অপরাধে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭জুন) পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা জাফর আলী বাজারে দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু অসৎ ব্যবসা প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল জুস তৈরী করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছে। যা ছোট ছোট শিশুসহ সাধারণ মানুষকে স্বাস্থ্য ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভেজাল খাদ্য চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া নিউ আল মদিনা ফুড এন্ড বেভারেজ এর মালিক মো. মোহসিনকে ৮০,০০০/-(আশি হাজার) টাকা জরিমানা করা হয় এবং সে সময় ৩৬০০ বোতল ভেজাল জুস, নকল বোতলের লেবেল-১৫০০০ পিস, হাই স্পিড আইসক্রিম-২৪০০পিস, হাই স্পিড বোতলের লেবেল-০২ কেজি, হাই স্পিড লেবেল প্যাকেট-২,০০০ পিস ধ্বংস করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪