তরুণ–তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ২নং ওয়ার্ড বানিয়াকান্দি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়।
সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জের সিনিয়র সদস্য কামরুজ্জামান বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন মানবিক কাজ করে আসছি। রক্তদান আমাদের কর্মসূচী অন্যতম একটি অংশ। রক্তদানে যুবকদের উদ্বুদ্ধ করতেই আমরা সম্পূর্ণ ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করছি। আমরা যশোদল ইউনিয়নের বাকি ৭টি ওয়ার্ডে সম্পন্ন করবো।
এসময় টিমের ২নং ওর্য়াড শাখার সিনিয়র সিনিয়র সদস্য শাহীন আলম বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হচ্ছে। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’
এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মেডিকেল টেকনোলজিস্ট ফয়সাল আহমেদ,রাকিবুল ইসলাম, ইমরান হোসেন, দ্বীন ইসলাম ফরাজী ও সংগঠনের আহ্বায়ক রায়হান জামানসহ আরও অনেকে।