শিরোনাম:
হোসেনপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ১০৪৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।সভা সঞ্চালনা করেন বিট অফিসার এসআই বিজয় হোসেন।
এ সময় আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, চুরি ,ছিনতাই, ডাকাতিরোধে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আলোচনা করা হয়।













