DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গচিহাটা বিদ্যানিকেতন স্কুলে অগ্নি নির্বাপণ,প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রাজন
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) বিদ্যালয়টি ইতিমধ্যে ব্যতিক্রমধর্মী আধুনিক বিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।

স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর জানান, শিক্ষার্থীদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের পাশাপাশি পুঁথিগত বিদ্যার সমান্তরালে তাদেরকে বহুমাত্রিক বাস্তব জ্ঞান লাভ করা অত্যাবশ্যক। শিক্ষার্থীরা যেন অগ্নিনির্বাপণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক জ্ঞান অর্জনের মাধ্যমে যেকোন অগ্নি দুর্ঘটনাকালীন জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও হতাহতদের প্রাথমিক চিকিৎসায় ভূমিকা রাখতে পারে,সেজন্য শনিবার (০৭ সেপ্টেম্বর) এই মহড়ার আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কটিয়াদীর অগ্নিনির্বাপক কর্মকর্তা (লীডার) মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি অগ্নিনির্বাপক দল উক্ত অগ্নি নির্বাপণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া পরিচালনা করেন।উক্ত অনুষ্ঠানে গচিহাটা বিদ্যানিকেতন এর প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর, সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বরাবরের মত এই ধরনের নানান ব্যতিক্রমধর্মী আয়োজন করায় আধুনিক এই স্কুলটি সকল মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে চলেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১