ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি Logo ত্যাগ, নৈতিকতা নাকি দলীয় বলয়; কিশোরগঞ্জের ফাঁকা দুই আসনে কোন পথ বেছে নেবে রাজনীতি? Logo নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের Logo খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়েছে দুই আসামি

কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও কিশোরগঞ্জের সন্তান সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী জেলার ছয়টি স্থানে একে একে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হোন তিনি।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় প্রথম সংবর্ধনা অনুষ্ঠিত হয় ভৈরবের দুর্জয় মোড়ে। এরপর সকাল সাড়ে ৮টায় কুলিয়ারচরের দরিয়াকান্দি বাসস্ট্যান্ডে, সকাল ৯টায় বাজিতপুরের পিরিজপুরে, সকাল ১০টায় কটিয়াদীর বাসস্ট্যান্ডে, বেলা ১১টায় পাকুন্দিয়ার পুলেরঘাট বাজারে এবং সর্বশেষ দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিটি সংবর্ধনায় স্থানীয় ছাত্র-যুবক, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জের তরুণ প্রজন্মের পক্ষ থেকে গর্ব প্রকাশ করেন।

গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রধান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।

তিনি বলেন, কিশোরগঞ্জের সন্তান হিসেবে সাঈদ বিন হাবিবের এই অর্জন জেলার তরুণদের অনুপ্রেরণা যোগাবে। তার নেতৃত্ব ও সাফল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। তিনি বলেন, জুলাইয়ে আমাদের ভাইয়েরা যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, সেই স্বপ্ন এখনও অধরা। সংস্কার কমিশনের বহু বৈঠকের পর যে প্রস্তাবনা এসেছে, সেখানে একটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। কিন্তু জুলাইয়ের শহীদরা কোনো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো রক্ষার জন্য প্রাণ দেননি তারা জীবন দিয়েছিলেন একটি ন্যায়ভিত্তিক, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ কেমন হবে, সংবিধান কেমন হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণই। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো গণভোট। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোও গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকসু সদস্য আফসানা, চাকসু সদস্য মুশফিকুর রহমান এবং রাকসু হল সংসদের ভিপি সাবরিনা মারজানও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট সময় : ০৯:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও কিশোরগঞ্জের সন্তান সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী জেলার ছয়টি স্থানে একে একে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হোন তিনি।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় প্রথম সংবর্ধনা অনুষ্ঠিত হয় ভৈরবের দুর্জয় মোড়ে। এরপর সকাল সাড়ে ৮টায় কুলিয়ারচরের দরিয়াকান্দি বাসস্ট্যান্ডে, সকাল ৯টায় বাজিতপুরের পিরিজপুরে, সকাল ১০টায় কটিয়াদীর বাসস্ট্যান্ডে, বেলা ১১টায় পাকুন্দিয়ার পুলেরঘাট বাজারে এবং সর্বশেষ দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিটি সংবর্ধনায় স্থানীয় ছাত্র-যুবক, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জের তরুণ প্রজন্মের পক্ষ থেকে গর্ব প্রকাশ করেন।

গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রধান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।

তিনি বলেন, কিশোরগঞ্জের সন্তান হিসেবে সাঈদ বিন হাবিবের এই অর্জন জেলার তরুণদের অনুপ্রেরণা যোগাবে। তার নেতৃত্ব ও সাফল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। তিনি বলেন, জুলাইয়ে আমাদের ভাইয়েরা যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, সেই স্বপ্ন এখনও অধরা। সংস্কার কমিশনের বহু বৈঠকের পর যে প্রস্তাবনা এসেছে, সেখানে একটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। কিন্তু জুলাইয়ের শহীদরা কোনো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো রক্ষার জন্য প্রাণ দেননি তারা জীবন দিয়েছিলেন একটি ন্যায়ভিত্তিক, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ কেমন হবে, সংবিধান কেমন হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণই। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো গণভোট। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোও গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকসু সদস্য আফসানা, চাকসু সদস্য মুশফিকুর রহমান এবং রাকসু হল সংসদের ভিপি সাবরিনা মারজানও উপস্থিত ছিলেন।