DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১০ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ১০ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
আগস্ট ২২, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পুরান থানা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে কালী বাড়ি বিজয় মঞ্চে গিয়ে সমবেত হয়।

এতে, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, বৈদেশিক বাণিজ্য সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিক ও দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান উজ্জ্বলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার বিজয়ের পর ভারত সেটা মানতে পারে নাই,তাই ত্রিপুরা রাজ্যের বাঁধের গেইট খুলে দেয় ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। ভারতের সাথে আগের সরকার গোলামির সম্পর্ক তৈরি করেছিলো,আমরা কোন গোলামির সম্পর্ক চাই না,আমরা ন্যাযতার সম্পর্ক চাই। পৃথিবীর কোন দেশের সীমান্তে এমন হত্যাকান্ড হয় না,অথচ ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে এসব বন্ধ করতে হবে। আমরা চাই অন্তরবর্ন্তীকালীন সরকারের যেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকে। ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা মামলা করেছিলো তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে,কিশোরগঞ্জেও যারা এসব অপকর্ম করেছেন তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রশাসনে দলবাজদের ঠাঁই নাই,ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সামনেও হবে। এখনোও ভারতের গোয়েন্দা সংস্থা ও আওয়ামীলীগের লোকজন অপচেষ্টায় লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২