DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৯ই মার্চ ২০২৫
ঢাকারবিবার ৯ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

Link Copied!

৮ মার্চ শনিবার জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায়  আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।৮ মার্চ সকালে দেওয়ানগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান।

ইউএনও মো. আতাউর রহমান বলেন, নারী দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, নারীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষা ছাড়া কেউ তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে না।

বিশেষ করে মায়েদের শিক্ষা গ্রহণ খুব জরুরি। কারণ একজন মায়ের শিক্ষা গ্রহণ কর্মজীবনে কাজে নাও লাগলেও তিনি তার সন্তানদের ক্ষেত্রে সেই সুশিক্ষা দিতে পারবেন। সবকিছুর মূলে মা বোনকে শিক্ষিত হতে হবে। তবেই নারীরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন। সভাপতিত্ব করেন

দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা। বক্তব্য রাখেন গ্রাম আদালতের দেওয়ানগঞ্জ উপজেলা সমন্বয়ক জাকিয়া সুলতানা, ফায়ার সার্ভিসের স্টেশন দলনেতা মো. কামরুজ্জামান, কালের কন্ঠ দেওয়ানগঞ্জ  উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ, ও নয়াদিগন্ত প্রতিনিধি খাদেমুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব সাহিনা আক্তার প্রমুখ।এর আগে সকালে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের করা হয়।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬
  • ১২:১৪
  • ৪:২৪
  • ৬:০৬
  • ৭:১৯
  • ৬:১৭