নিকলীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও শোভাযাত্রা
- আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১০১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও শোভাযাত্রা করেছে যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ মে) বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে নিকলী উপজেলা যুবলীগ নেতা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা,নিকলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন মাসুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর ভূইয়া, মো. সালাম, মো. সজীব, ইন্ধজিত সুত্র ধর, মো. দেলোয়ার,মো:সন্ধান সহ আরো অনেকেই।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।



















