কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর উদ্যোগে হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিমেন এর ২৬৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫মে) সকালে জেলা পাবলিক লাইব্রেরির ২য় তলায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ধর্ম বিষয়ক সম্পাদক ডা: রাকিবুল ইসলাম এর পবিত্র কোরআন তেলাওয়াত, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ডা: সুজন চক্রবর্তীর গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর সভাপতি ডা:মোহাম্মদ ইমরান হাসান রকির সভাপতিত্বে ও কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর সাধারণ সম্পাদক ডা. মো. সালাহ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডা. আসাদুল্লাহ,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ডা. মাসুমা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিও) ডা. তারেক,ডিপলেড ল্যাবরেটরিজের এক্সিকিউটিভ অফিসার ডা. রুহুল আমিন, প্রগতি হোমিও ল্যাবরেটরীজ এর প্রমোশন অফিসার ডা: আব্দুস সবুর খান, নিউলাইফ এন্ড কোম্পানীর মার্কেটিং ম্যানেজার এস.এম. রেজওয়ান, প্রবীণ হোমিও চিকিৎসক ডা. শফি উদ্দীন ভূঁইয়া, সংগঠনের সহ-সভাপতি ডা: রাজন কর, সাংগঠনিক সম্পাদক ডা: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: দিদার ইসলাম, ডা: সমীর দেবনাথ, ডা: মতিউর রহমান লিটন, ডা. রুবী ইসলাম, ডা. সেলিম জাবেদ সহ জেলার বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. মাছুমা আক্তারকে পুনরায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। এবং জেলায় প্রয়াত হোমিও চিকিৎসকদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সভায় বক্তারা হোমিওপ্যাথির জনক ডা: স্যামুয়েল হ্যানিমেন এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।পরে নানা আয়োজনের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।