বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ১০:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১২৫০ বার পড়া হয়েছে
বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের কম্বল বিতরণ- ছবি: আস্থা
‘‘মানবতার স্পর্শে বদলে যাক সমাজ, চলুন দয়া ও দানের সমাজ গড়ি’’ এই মানবিক স্লোগানকে ধারণ করে বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশন শীতার্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে বাজিতপুর উপজেলার মাইজচর বাহেরবালী গ্রামে শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে সংগঠনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহেরবালী মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান আনোয়ার ছাড়াও মাইজচর ইউপি সদস্য মো. এরশাদ মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্য শুধু সহায়তা নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দেওয়া। তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকেই বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশন গ্রামবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মসজিদ-মাদরাসা উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মাণসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো প্রতিটি কাজে রয়েছে সংগঠনটির সক্রিয় ভূমিকা।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কম্বল পেয়ে গ্রামের অসহায় মানুষগুলো আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।










