ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির মশাল মিছিল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০৪১ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু নেতৃত্বে মশাল মিছিল। ছবি: আস্থা


কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশাল মশাল মিছিলের নেতৃত্ব দেন ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু। এতে আরও উপস্থিত ছিলেন মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রুহুল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে জেল-হামলা-মামলার শিকার হয়ে যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, মনোনয়নে তাদের উপেক্ষা করা হয়েছে। অপরদিকে, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগ নেতাদের ছায়ায় থেকে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীরা মেনে নেয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নাম ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।

ট্যাগস :

কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির মশাল মিছিল

আপডেট সময় : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু নেতৃত্বে মশাল মিছিল। ছবি: আস্থা


কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশাল মশাল মিছিলের নেতৃত্ব দেন ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু। এতে আরও উপস্থিত ছিলেন মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রুহুল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে জেল-হামলা-মামলার শিকার হয়ে যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, মনোনয়নে তাদের উপেক্ষা করা হয়েছে। অপরদিকে, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগ নেতাদের ছায়ায় থেকে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীরা মেনে নেয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নাম ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।