ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি Logo দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি

গানের মানুষ শুভ্রদেবকে নতুনভাবে আবিষ্কার করলেন ড. সাবরিনা রুবিন—বইয়ে ফুটে উঠেছে এক শিল্পীর সুরময় জীবনকথা

ড. সাবরিনা রুবিনের চোখে শুভ্রদেব: সুরের ভেতর এক জীবনের গল্প

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ২১৩১২ বার পড়া হয়েছে

এমএইচ মানিক: বাংলাদেশের সংগীতের মঞ্চে এক সময় ছিলেন আলোচনার কেন্দ্রে—শুভ্রদেব। তাঁর কণ্ঠে সুরের যে জাদু ছড়িয়ে পড়েছিল, তা আজও সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে। এবার সেই শিল্পীকে দেখা যাচ্ছে এক লেখিকার কলমে। আন্তর্জাতিকভাবে খ্যাত ড. সাবরিনা রুবিন লিখেছেন শুভ্রদেবকে নিয়ে এক ভিন্নধর্মী গ্রন্থ—“A Golden Soul of Music”।

বইটি শুধু জীবনী নয়, বরং এক শিল্পীর আত্মার ভেতর দিয়ে যাত্রা—যেখানে শব্দের ভেতর সুর, আর সুরের ভেতর লুকিয়ে আছে এক জীবনের গল্প।

সম্প্রতি প্রকাশিত বইটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বইয়ের দোকান ও অ্যামাজনে পাওয়া যাচ্ছে। সম্পাদনা করেছেন কবি নুরুল হক। এখানে শুভ্রদেবের কিশোর বয়সের সংগীতপ্রীতি, জীবনের সংগ্রাম, জনপ্রিয়তার উত্থান এবং কিছুটা সময় সংগীত থেকে দূরে থাকার অধ্যায় সবই তুলে ধরেছেন লেখিকা।

ড. সাবরিনা রুবিন শুধু সাহিত্যিক নন, তিনি একজন সংগীতপ্রেমী মানুষও। তাঁর কলমে শুভ্রদেবের গল্প যেন সুরের মতোই ছন্দময় ও আন্তরিক। পাঠকের মনে হবে—তারা এক শিল্পীর জীবনকে চোখে দেখছেন, হৃদয়ে শুনছেন।

সম্প্রতি ড. সাবরিনা রুবিনের কথায় একটি নতুন গানে কণ্ঠ দিয়ে আবারও সংগীতে ফিরেছেন শুভ্রদেব। নিজের পুরোনো ছন্দে ফিরলেও তাঁর লক্ষ্য এখন আরও বড়—বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলা।

লেখিকা ড. সাবরিনা রুবিনের বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, মালয়েশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশে সমাদৃত। তিনি কাজ করেছেন বহু নামকরা শিল্পীর সঙ্গে—যাঁদের মধ্যে রয়েছেন শিমুল মোস্তফা, হৈমন্তী শুক্লা, তানভীর তারেক প্রমুখ।

‘A Golden Soul of Music’ বইটি যেন এক সেতুবন্ধ—একদিকে সাহিত্য, অন্যদিকে সংগীত। এই বইতে শুভ্রদেব শুধু একজন শিল্পী নন, বরং এক অনুপ্রেরণার প্রতীক, যিনি প্রমাণ করেছেন—সুরের ভেতরও লেখা যায় জীবন।

এমএইচ/আস্থা

গানের মানুষ শুভ্রদেবকে নতুনভাবে আবিষ্কার করলেন ড. সাবরিনা রুবিন—বইয়ে ফুটে উঠেছে এক শিল্পীর সুরময় জীবনকথা

ড. সাবরিনা রুবিনের চোখে শুভ্রদেব: সুরের ভেতর এক জীবনের গল্প

আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

এমএইচ মানিক: বাংলাদেশের সংগীতের মঞ্চে এক সময় ছিলেন আলোচনার কেন্দ্রে—শুভ্রদেব। তাঁর কণ্ঠে সুরের যে জাদু ছড়িয়ে পড়েছিল, তা আজও সংগীতপ্রেমীদের মনে গেঁথে আছে। এবার সেই শিল্পীকে দেখা যাচ্ছে এক লেখিকার কলমে। আন্তর্জাতিকভাবে খ্যাত ড. সাবরিনা রুবিন লিখেছেন শুভ্রদেবকে নিয়ে এক ভিন্নধর্মী গ্রন্থ—“A Golden Soul of Music”।

বইটি শুধু জীবনী নয়, বরং এক শিল্পীর আত্মার ভেতর দিয়ে যাত্রা—যেখানে শব্দের ভেতর সুর, আর সুরের ভেতর লুকিয়ে আছে এক জীবনের গল্প।

সম্প্রতি প্রকাশিত বইটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বইয়ের দোকান ও অ্যামাজনে পাওয়া যাচ্ছে। সম্পাদনা করেছেন কবি নুরুল হক। এখানে শুভ্রদেবের কিশোর বয়সের সংগীতপ্রীতি, জীবনের সংগ্রাম, জনপ্রিয়তার উত্থান এবং কিছুটা সময় সংগীত থেকে দূরে থাকার অধ্যায় সবই তুলে ধরেছেন লেখিকা।

ড. সাবরিনা রুবিন শুধু সাহিত্যিক নন, তিনি একজন সংগীতপ্রেমী মানুষও। তাঁর কলমে শুভ্রদেবের গল্প যেন সুরের মতোই ছন্দময় ও আন্তরিক। পাঠকের মনে হবে—তারা এক শিল্পীর জীবনকে চোখে দেখছেন, হৃদয়ে শুনছেন।

সম্প্রতি ড. সাবরিনা রুবিনের কথায় একটি নতুন গানে কণ্ঠ দিয়ে আবারও সংগীতে ফিরেছেন শুভ্রদেব। নিজের পুরোনো ছন্দে ফিরলেও তাঁর লক্ষ্য এখন আরও বড়—বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলা।

লেখিকা ড. সাবরিনা রুবিনের বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, মালয়েশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশে সমাদৃত। তিনি কাজ করেছেন বহু নামকরা শিল্পীর সঙ্গে—যাঁদের মধ্যে রয়েছেন শিমুল মোস্তফা, হৈমন্তী শুক্লা, তানভীর তারেক প্রমুখ।

‘A Golden Soul of Music’ বইটি যেন এক সেতুবন্ধ—একদিকে সাহিত্য, অন্যদিকে সংগীত। এই বইতে শুভ্রদেব শুধু একজন শিল্পী নন, বরং এক অনুপ্রেরণার প্রতীক, যিনি প্রমাণ করেছেন—সুরের ভেতরও লেখা যায় জীবন।

এমএইচ/আস্থা