DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে মিনার প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত 

রায়হান জামান,কিশোরগঞ্জ
জানুয়ারি ১, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪,কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় করেছেন ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের প্রার্থী মুফতি ওমর ফারুক।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে তাড়াইল উপজেলার পুরুড়া চৌরাস্তা বাজারে গণসংযোগ,নির্বাচনী পথসভা ও সর্বস্তরের জনগণের মাঝে মিনার প্রতীকের লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করেন ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মুফতী ওমর ফারুক।

এতে মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শোলাকিয়ায় ঈদগাহ মাঠের ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদের সাবেক পিএস মাওলানা বেলাল উদ্দিন, পুরুড়া মাদরাসার মোহতামিম খায়রুল ইসলাম, গাজীপুর আঞ্চলিক শিক্ষা বোর্ডের পরিদর্শক মাওলানা সাইদুর রহমান, সমাজ সেবক সোলাইমান বকুল, সমাজ সেবক রবিন মিয়া, গজারিয়া মসজিদের ইমাম বেলাল হোসেন,মাওলানা সামলান, মাওলানা এনামুল হক,পুরুড়া চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ীরাসহ আরও অনেকেই।

 

এসময় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী হাফেজ মুফতী ওমর ফারুক বলেন, করিমগঞ্জ-তাড়াইলের মানুষ আলেম প্রিয়। এ দেশের আলেমগণ ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনাদের তাড়াইলের সম্পদ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ সাহেব ঈমান-ইসলামের জন্য কারাবরণ করেছেন। আমি তাঁরই শিষ্য। আমার নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কারাবরণ করেছেন আমরা তাদের  সৈনিক হিসেবে মাঠে নেমেছি। আমাকে তাাড়াইল-করিমগঞ্জের শান্তি-প্রিয় ভোটারগণ যদি মিনার মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, ইসলামী ঐক্যজোট সরকার গঠন করতে পারলে শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি সকলের সম্মান বেড়ে যাবে। আমি আশা করি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ অবাধে ভোট দেবেন। ভোটের মালিক জনগণ। এটা তাদের সাংবিধানিক অধিকার। এক সাগর রক্তের বিনিময়ে দেশটি আমরা স্বাধীন করলাম গণতন্ত্রের জন্য। মানবাধিকারের জন্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য। সুষ্ঠু -গ্রহণ যোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ৭ জানুয়ারি মিনার প্রতীকে ভোট দেওয়ার জন্য তাড়াইল-করিমগঞ্জের ভোটারদের প্রতি আকুল আবেদন করছি। কিশোরগঞ্জ-৩ আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জনগণ যাকে  ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। সেই জন্য বলছি,সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে মিনার মার্কায় ভোট দিয়ে আসবেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলাফত মজলিসের কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ ফারুকী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪