কিশোরগঞ্জে-১ আসনে কাস্তে প্রতীকের প্রার্থী এনামুল হকের সমর্থনে গণমিছিল
- আপডেট সময় : ০৭:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১০১৫ বার পড়া হয়েছে
এডভোকেট এম এনামুল হকের সমর্থনে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের মিছিল। ছবি: আস্থা
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট এম এনামুল হকের সমর্থনে মিছিল করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে একরামপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরানথানা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে সিপিবির ধান-কাস্তে প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন প্রার্থী এডভোকেট এম এনামুল হক। পরে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পথসভায় এনামুল হক বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখনো অসম্পূর্ণ। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ নিম্নবর্গের মানুষের বাস্তব সমস্যাগুলো সমাধানে সিপিবি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে উল্লেখ করে তিনি বলেন, কৃষক ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিনমজুরের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে এবং রিকশা-অটোরিকশা শ্রমিকরা পুলিশি হয়রানির শিকার হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সংসদে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এডভোকেট এম এনামুল হক ধান-কাস্তে প্রতীকের লিফলেট বিতরণ করছে
কাস্তে মার্কায় ভোট চেয়ে সিপিবির এই প্রার্থী বলেন, মেহনতি মানুষের রাজনীতি করতে চাই, তাদের অধিকার আদায়ে কথা বলতে চাই।
এ সময় উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় তিনি কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে অটোরিকশার পালাভিত্তিক রঙ ব্যবস্থা চালু, অন্তত ১০ হাজার হকারের জন্য হকার্স মার্কেট নির্মাণ, নরসুন্দা নদীর নাব্যতা পুনরুদ্ধার, প্রতিটি ওয়ার্ডে সামাজিক কবরস্থান স্থাপন এবং কিশোরগঞ্জ-হোসেনপুর করিডোরের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।









