ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

পাবেল-হৈমন্তীর আবেগঘন কণ্ঠ, প্রত্যয়ের সংগীতে ‘কাড়িয়া নিলা ঘুম’

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ১৩৮৭ বার পড়া হয়েছে

বাংলা গানে নতুন মোড়! “কাড়িয়া নিলা ঘুম” শিরোনামেই আছে আবেগ, ব্যথা আর ভালোবাসার পরশ। আর সেই আবেগ ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। এই গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাহেদ পারভেজ পাবেল ও হৈমন্তী রক্ষিত দাস। সুরে আছেন সাজ্জাদ, আর সংগীতে প্রত্যয় খান যার ছোঁয়ায় গানটি পেয়েছে এক আলাদা মাত্রা।

গানটি প্রকাশিত হয়েছে IK Music Station-এর ইউটিউব চ্যানেলে। চমৎকার আয়োজন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সেট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ। প্রযোজনা করেছেন ইমদাদ খান, আর মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন এম.এইচ মুন্না।

প্রত্যয় খান বারবারই প্রমাণ করেছেন, তিনি শুধু সংগীত পরিচালক নন—বাংলা গানের ভবিষ্যতের অন্যতম ভরসাও বটে। তার সাউন্ড ডিজাইন, ইন্সট্রুমেন্ট চয়েস ও আবেগের মেলবন্ধন শ্রোতার মনে গভীর ছাপ ফেলে।

অন্যদিকে, জাহেদ পারভেজ পাবেল তার মেলোডিক ভয়েসে ভালোবাসার ব্যথাকে তুলে ধরেছেন অপূর্বভাবে। তার গলায় যেন ঘুম ভাঙানো কান্নার সুর। আর হৈমন্তী রক্ষিত দাস এই প্রজন্মের অন্যতম উজ্জ্বল কণ্ঠ। তার কণ্ঠে আছে কোমলতা, আবার দৃঢ়তার ছোঁয়াও। এই গানে তার গায়কী এক কথায় অনবদ্য।

গীতিকার মুনসুর সানি ও সুরকার সাজ্জাদ এই দুইজন মিলে এমন একটা আবেগঘন সৃষ্টি করেছেন, যা সহজেই শ্রোতাকে টেনে নেয়। গানের প্রতিটি লাইনে ভালোবাসার হাহাকার, হৃদয়ের গভীরতা।

ভিডিও নির্মাণেও রয়েছে যত্ন। সুন্দর সেট ডিজাইন, চোখে লাগার মতো ফ্রেম ও প্রাঞ্জল ক্যামেরার কাজ। এম.এইচ মুন্নার পরিচালনা এই গানটিকে শুধু গান না, একটুকরো গল্পে পরিণত করেছে।

গানটির প্রতিটি উপাদান মিলেই এটা এখন ‘টক অফ দ্য টাউন’। সোশ্যাল মিডিয়ায় দর্শক-শ্রোতা মুগ্ধ প্রশংসা করছেন, অনেকেই বলছেন “এমন গান আজকাল কম হয়।

এই বিষয়ে জাহেদ পারভেজ পাবেল বলেন,
বাংলা গান ও সংগীতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এই গান, এটাই প্রত্যাশা করছি। খুব কাছের একটা প্রজেক্ট। তবে গানের পর্দার পেছনের নায়ক হচ্ছেন ইমদাদ ভাই। এত বড় সেট, এত চমৎকার টিম সবই উনার সাহসী প্রযোজনায় সম্ভব হয়েছে। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে উনি যেভাবে বিনিয়োগ আর ভরসা দিয়ে পাশে দাঁড়ান, সেটাই সত্যিকারের অনুপ্রেরণা। শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি, আর ইমদাদ ভাইকে ধন্যবাদ এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

এমকে/আস্থা

পাবেল-হৈমন্তীর আবেগঘন কণ্ঠ, প্রত্যয়ের সংগীতে ‘কাড়িয়া নিলা ঘুম’

আপডেট সময় : ০৯:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বাংলা গানে নতুন মোড়! “কাড়িয়া নিলা ঘুম” শিরোনামেই আছে আবেগ, ব্যথা আর ভালোবাসার পরশ। আর সেই আবেগ ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। এই গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাহেদ পারভেজ পাবেল ও হৈমন্তী রক্ষিত দাস। সুরে আছেন সাজ্জাদ, আর সংগীতে প্রত্যয় খান যার ছোঁয়ায় গানটি পেয়েছে এক আলাদা মাত্রা।

গানটি প্রকাশিত হয়েছে IK Music Station-এর ইউটিউব চ্যানেলে। চমৎকার আয়োজন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সেট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ। প্রযোজনা করেছেন ইমদাদ খান, আর মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন এম.এইচ মুন্না।

প্রত্যয় খান বারবারই প্রমাণ করেছেন, তিনি শুধু সংগীত পরিচালক নন—বাংলা গানের ভবিষ্যতের অন্যতম ভরসাও বটে। তার সাউন্ড ডিজাইন, ইন্সট্রুমেন্ট চয়েস ও আবেগের মেলবন্ধন শ্রোতার মনে গভীর ছাপ ফেলে।

অন্যদিকে, জাহেদ পারভেজ পাবেল তার মেলোডিক ভয়েসে ভালোবাসার ব্যথাকে তুলে ধরেছেন অপূর্বভাবে। তার গলায় যেন ঘুম ভাঙানো কান্নার সুর। আর হৈমন্তী রক্ষিত দাস এই প্রজন্মের অন্যতম উজ্জ্বল কণ্ঠ। তার কণ্ঠে আছে কোমলতা, আবার দৃঢ়তার ছোঁয়াও। এই গানে তার গায়কী এক কথায় অনবদ্য।

গীতিকার মুনসুর সানি ও সুরকার সাজ্জাদ এই দুইজন মিলে এমন একটা আবেগঘন সৃষ্টি করেছেন, যা সহজেই শ্রোতাকে টেনে নেয়। গানের প্রতিটি লাইনে ভালোবাসার হাহাকার, হৃদয়ের গভীরতা।

ভিডিও নির্মাণেও রয়েছে যত্ন। সুন্দর সেট ডিজাইন, চোখে লাগার মতো ফ্রেম ও প্রাঞ্জল ক্যামেরার কাজ। এম.এইচ মুন্নার পরিচালনা এই গানটিকে শুধু গান না, একটুকরো গল্পে পরিণত করেছে।

গানটির প্রতিটি উপাদান মিলেই এটা এখন ‘টক অফ দ্য টাউন’। সোশ্যাল মিডিয়ায় দর্শক-শ্রোতা মুগ্ধ প্রশংসা করছেন, অনেকেই বলছেন “এমন গান আজকাল কম হয়।

এই বিষয়ে জাহেদ পারভেজ পাবেল বলেন,
বাংলা গান ও সংগীতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এই গান, এটাই প্রত্যাশা করছি। খুব কাছের একটা প্রজেক্ট। তবে গানের পর্দার পেছনের নায়ক হচ্ছেন ইমদাদ ভাই। এত বড় সেট, এত চমৎকার টিম সবই উনার সাহসী প্রযোজনায় সম্ভব হয়েছে। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে উনি যেভাবে বিনিয়োগ আর ভরসা দিয়ে পাশে দাঁড়ান, সেটাই সত্যিকারের অনুপ্রেরণা। শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি, আর ইমদাদ ভাইকে ধন্যবাদ এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

এমকে/আস্থা