DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৭শে মে ২০২৫
ঢাকামঙ্গলবার ২৭শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাবেল-হৈমন্তীর আবেগঘন কণ্ঠ, প্রত্যয়ের সংগীতে ‘কাড়িয়া নিলা ঘুম’

মোঃ মানিক খান
মে ২৬, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলা গানে নতুন মোড়! “কাড়িয়া নিলা ঘুম” শিরোনামেই আছে আবেগ, ব্যথা আর ভালোবাসার পরশ। আর সেই আবেগ ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। এই গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাহেদ পারভেজ পাবেল ও হৈমন্তী রক্ষিত দাস। সুরে আছেন সাজ্জাদ, আর সংগীতে প্রত্যয় খান যার ছোঁয়ায় গানটি পেয়েছে এক আলাদা মাত্রা।

গানটি প্রকাশিত হয়েছে IK Music Station-এর ইউটিউব চ্যানেলে। চমৎকার আয়োজন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সেট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ। প্রযোজনা করেছেন ইমদাদ খান, আর মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন এম.এইচ মুন্না।

প্রত্যয় খান বারবারই প্রমাণ করেছেন, তিনি শুধু সংগীত পরিচালক নন—বাংলা গানের ভবিষ্যতের অন্যতম ভরসাও বটে। তার সাউন্ড ডিজাইন, ইন্সট্রুমেন্ট চয়েস ও আবেগের মেলবন্ধন শ্রোতার মনে গভীর ছাপ ফেলে।

অন্যদিকে, জাহেদ পারভেজ পাবেল তার মেলোডিক ভয়েসে ভালোবাসার ব্যথাকে তুলে ধরেছেন অপূর্বভাবে। তার গলায় যেন ঘুম ভাঙানো কান্নার সুর। আর হৈমন্তী রক্ষিত দাস এই প্রজন্মের অন্যতম উজ্জ্বল কণ্ঠ। তার কণ্ঠে আছে কোমলতা, আবার দৃঢ়তার ছোঁয়াও। এই গানে তার গায়কী এক কথায় অনবদ্য।

গীতিকার মুনসুর সানি ও সুরকার সাজ্জাদ এই দুইজন মিলে এমন একটা আবেগঘন সৃষ্টি করেছেন, যা সহজেই শ্রোতাকে টেনে নেয়। গানের প্রতিটি লাইনে ভালোবাসার হাহাকার, হৃদয়ের গভীরতা।

ভিডিও নির্মাণেও রয়েছে যত্ন। সুন্দর সেট ডিজাইন, চোখে লাগার মতো ফ্রেম ও প্রাঞ্জল ক্যামেরার কাজ। এম.এইচ মুন্নার পরিচালনা এই গানটিকে শুধু গান না, একটুকরো গল্পে পরিণত করেছে।

গানটির প্রতিটি উপাদান মিলেই এটা এখন ‘টক অফ দ্য টাউন’। সোশ্যাল মিডিয়ায় দর্শক-শ্রোতা মুগ্ধ প্রশংসা করছেন, অনেকেই বলছেন “এমন গান আজকাল কম হয়।

এই বিষয়ে জাহেদ পারভেজ পাবেল বলেন,
বাংলা গান ও সংগীতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এই গান, এটাই প্রত্যাশা করছি। খুব কাছের একটা প্রজেক্ট। তবে গানের পর্দার পেছনের নায়ক হচ্ছেন ইমদাদ ভাই। এত বড় সেট, এত চমৎকার টিম সবই উনার সাহসী প্রযোজনায় সম্ভব হয়েছে। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে উনি যেভাবে বিনিয়োগ আর ভরসা দিয়ে পাশে দাঁড়ান, সেটাই সত্যিকারের অনুপ্রেরণা। শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি, আর ইমদাদ ভাইকে ধন্যবাদ এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

আরো পড়ুন :  মুজিব:একটি জাতির রূপকার’; আরও যারা অভিনয় করেন

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২