শুভর লেখা নতুন তিন গান
বাংলাদেশের নাটক জগতের পরিচিত একজন গীতিকার এম এ আলম শুভ। এই পর্যন্ত একশটির বেশি নাটকে গান লিখেছেন তিনি। তার লেখা বেশ কিছু গান শ্রোতামহলে ভালো সাড়া ফেলেছে।
ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা তিনটি গান৷ ভিন্ন তিনটি নাটকে গান লিখেছেন তিনি।
মহিদুল মহিম পরিচালিত প্রেমেরই পরশে নাটকে ‘ঘুম হয়ে যা’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমী ও পড়শী। এম এ আলম শুভ কথায় গানটি সুর ও সংগীত করেছেন আরফিন রুমি নিজেই৷ নাটকটিতে জুটি বেঁধেছেন জোবান ও পড়শী। পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গান ও নাটকটি প্রকাশ পাবে।
রাফাত মজুমদার রিংকু পরিচালিত দাঁড়ালে দুয়ারে নাটকে ‘ভালোবাসি কোনো কারণ ছাড়া’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা ও সজীব। সুর ও সংগীত করেছেন সজীব নিজেই। নাটকটিতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তটিনি। সুলতান এন্টারটেইনমেন্ট থেকে নাটক ও গানটি প্রকাশ পাবে।
তৌফিকুল ইসলাম পরিচালিত মোর দ্যান লাভ নাটকে ‘পাগলামী’ শিরোনামের গানে কণ্ঠে দিয়েছেন কণা ও সজীব। সুর ও সংগীত করেছেন সজীব। অভিনয়ে ছিলেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। রিভেন্স ফ্লিম ইউটিউব চ্যানেল থেকে নাটক ও গানটি প্রকাশ পাবে।
গানগুলো নিয়ে গীতিকার এম এ আলম শুভ ভীষণ আশাবাদী।
এমকে/আস্থা