DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Astha Desk
নভেম্বর ২৮, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, প্রতিনিধি (রংপুর) : সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতাদের সাথে মত বিনিময় করেছে রংপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে পুলিশ সুপার শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সনাতনী ধর্মীয় নেতা উত্তম কুমার সাহা, বাবু রাম জীবন, কেরামতিয়া মসজিদের ইমাম মাওলানা বায়েজীদ আহমেদসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজনৈতিক সংগঠনের নেতুবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা-মহানগরের প্রতিনিধিরা।সভায় সনাতনী ধর্মীয় নেতারা বলেন, গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে অনেক আগেই বহিষ্কৃত হয়েছেন।

কিন্তু তারা কিভাবে রংপুরে এসে সমাবেশ করলো তা আমাদের জানা নেই। চট্টগ্রামে আইনজীবীকে যে বা যারা হত্যা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে নিরীহ হিন্দুদের ওপর কোনো অত্যাচার হবে না বলে আমরা বিশ্বাস করি।

আমরা বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মের মানুষজন যে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করি, তা সারবিশ্বের কাছে মডেল হিসেবে পরিণত হয়েছে। তবে একটি মহল আমাদের এই সম্প্রীতি ভেঙ্গে ফেলার পায়ঁতারা করছে।পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল সোশাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে প্ররোচিত হয়ে আমরা যেন সংঘাতে না জড়িয়ে পড়ি সেদিকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ যেমন সবার, তেমনি দেশের আইনও সবার জন্য ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০