ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস

ধামইরহাটে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন: প্রান্তিক মানুষের জন্য প্রশাসনের উদ্যোগ

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

এই দোকানে প্রাথমিকভাবে ১ জন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি আলু ১১০ টাকায়, ২ কেজি পেঁয়াজ ১৩০ টাকায় এবং ২ হালি ডিম ৯০ টাকায় ক্রয় করতে পারবেন। জেলা প্রশাসনের নির্দেশনায় ওএমএসের খাদ্যবান্ধব ডিলাররা এই দোকানটি পরিচালনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতা মো. হানজালা, যুবদল নেতা মো. রুবেল হোসেন রতন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রভাষক মো. আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ সরকার এবং সিনিয়র সাংবাদিক এম এ মালেক, রেজুয়ান আলম, শহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন,
“উপজেলার সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রয় করতে পারে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ন্যায্য মূল্যের দোকানে আরো বিভিন্ন ধরনের পণ্য অন্তর্ভুক্ত করা হবে।”

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের কার্যক্রম বাজারের অস্থিতিশীলতা কমিয়ে সাধারণ মানুষের জন্য উপকার বয়ে আনবে।

ন্যায্য মূল্যের দোকানটি পরিচালনার মাধ্যমে ধামইরহাট উপজেলায় বাজারব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাটে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন: প্রান্তিক মানুষের জন্য প্রশাসনের উদ্যোগ

আপডেট সময় : ১০:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

এই দোকানে প্রাথমিকভাবে ১ জন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি আলু ১১০ টাকায়, ২ কেজি পেঁয়াজ ১৩০ টাকায় এবং ২ হালি ডিম ৯০ টাকায় ক্রয় করতে পারবেন। জেলা প্রশাসনের নির্দেশনায় ওএমএসের খাদ্যবান্ধব ডিলাররা এই দোকানটি পরিচালনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতা মো. হানজালা, যুবদল নেতা মো. রুবেল হোসেন রতন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রভাষক মো. আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ সরকার এবং সিনিয়র সাংবাদিক এম এ মালেক, রেজুয়ান আলম, শহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন,
“উপজেলার সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রয় করতে পারে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ন্যায্য মূল্যের দোকানে আরো বিভিন্ন ধরনের পণ্য অন্তর্ভুক্ত করা হবে।”

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের কার্যক্রম বাজারের অস্থিতিশীলতা কমিয়ে সাধারণ মানুষের জন্য উপকার বয়ে আনবে।

ন্যায্য মূল্যের দোকানটি পরিচালনার মাধ্যমে ধামইরহাট উপজেলায় বাজারব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এমকে/আস্থা