ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা জীবনের সফলতার জন্য অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই সফল হয় না, বরং চরিত্র গঠন, নৈতিকতা ও দেশপ্রেমের গুণাবলি অর্জনের মাধ্যমেই প্রকৃত সাফল্য লাভ করা সম্ভব। ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হলে এখন থেকেই মনোযোগী হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করে বলেন, “এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ এনে দেয়। এই পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি।”

এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, দূর্গাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, আনিসুর রহমান এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে নবাগত ষষ্ঠ শ্রেণির ১৭০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী শুভকামনা জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করেন।

অপরদিকে, বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মানপত্র পাঠ করেন এবং তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয় থেকে পাওয়া দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, “২০২৫ সালে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা তাদের সর্বোচ্চ প্রস্তুতি দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছি।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।

বিদ্যালয়ের এই আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যা সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জোগায়।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

আপডেট সময় : ১১:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা জীবনের সফলতার জন্য অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই সফল হয় না, বরং চরিত্র গঠন, নৈতিকতা ও দেশপ্রেমের গুণাবলি অর্জনের মাধ্যমেই প্রকৃত সাফল্য লাভ করা সম্ভব। ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হলে এখন থেকেই মনোযোগী হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করে বলেন, “এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ এনে দেয়। এই পর্যায়ে সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি।”

এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, দূর্গাপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, আনিসুর রহমান এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে নবাগত ষষ্ঠ শ্রেণির ১৭০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী শুভকামনা জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করেন।

অপরদিকে, বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মানপত্র পাঠ করেন এবং তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয় থেকে পাওয়া দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, “২০২৫ সালে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা তাদের সর্বোচ্চ প্রস্তুতি দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছি।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।

বিদ্যালয়ের এই আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যা সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জোগায়।

এমকে/আস্থা