কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নূরুল আমিনের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৩১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক নূরুল আমিনকে বিদায় জানাতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট)সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাহারে সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন ছাড়াও বক্তব্য রাখেন, হোসাইন কামাল,কাইয়ূম ভূইয়া, কামরুল হাসান, নাঈম ইসলাম, তুষার ইসলাম নুর, জাকির হোসাইন, মকুল মিয়া, সজিব চন্দ্র সরকার, এমএইচ হৃদয়, রিপন মিয়া রোমান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নূরুল আমিনের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান স্মরণ করে বলেন, তাঁর শিক্ষা ও অনুপ্রেরণা বহু শিক্ষার্থীর জীবন গড়ে দিয়েছে।
সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য, কবিতা ও গান পরিবেশন করে প্রিয় শিক্ষককে সম্মান জানান। অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। বক্তারা উল্লেখ করেন, একজন প্রকৃত শিক্ষকের বিদায় কেবল বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য এক গভীর শূন্যতা তৈরি করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে নূরুল আমিনকে সম্মাননা স্মারক ও একটি মোটরসাইকেল উপহার প্রদান করা হয়।
এ সময় স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















