DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ট্রেনের নিচে প্রাণ হারালেন বাবা-মেয়ে: আত্মহত্যার শঙ্কা

Astha Desk
ডিসেম্বর ২, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনে কেটে একই সাথে প্রাণ হারিয়েছেন বাবা ও তার দশ বছর বয়সী মেয়ে। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী (৪৫) ও তার মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া। তিনি জানান, সকাল বেলায় কোরবান আলী মেয়েকে নিয়ে রানীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে উত্তরবঙ্গগামী একটি ট্রেন চকের ব্রীজ অতিক্রম করার পর স্থানীয়রা রেললাইনের ওপর বাবা-মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের কারণে কোরবান আলী তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, এবং তাদের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।

স্থানীয় এলাকাবাসী ঘটনাটিকে গভীর শোকের সঙ্গে গ্রহণ করেছে। তদন্তের পরই জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ৪:০০
  • ৫:৪০
  • ৬:৫৬
  • ৬:৪৩