ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬

ধামইরহাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় অর্থদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৩০ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অপরাধে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধামইরহাট বাজারের হাটখোলা রোডে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা করছিলেন দক্ষিণ চকযদু গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী ও ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ধরা পড়ার পর গরুর মালিক ও জবাইকারী অপরাধ স্বীকার করায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪(১) ধারায় তাদের সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।


এ সময় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে জব্দকৃত অসুস্থ গরুর মাংস নদীতে খনন করে মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অসুস্থ গরুর মাংস কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্য নিশ্চিতভাবে ক্রয় করতে পারেন।”

স্থানীয় প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি বিরাজ করছে এবং বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হচ্ছে।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় অর্থদণ্ড

আপডেট সময় : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর ধামইরহাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অপরাধে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধামইরহাট বাজারের হাটখোলা রোডে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা করছিলেন দক্ষিণ চকযদু গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী ও ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ধরা পড়ার পর গরুর মালিক ও জবাইকারী অপরাধ স্বীকার করায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪(১) ধারায় তাদের সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।


এ সময় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে জব্দকৃত অসুস্থ গরুর মাংস নদীতে খনন করে মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অসুস্থ গরুর মাংস কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্য নিশ্চিতভাবে ক্রয় করতে পারেন।”

স্থানীয় প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি বিরাজ করছে এবং বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হচ্ছে।

এমকে/আস্থা