শিরোনাম:
করিমগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

Doinik Astha
- আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১০৩৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বুশারকান্দা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের।
বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ।
প্রকাশ্যে মাটি কাটার ফলে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় পড়লে ২২ জানুয়ারি দৈনিক আস্থায় ‘করিমগঞ্জে চলছে ভেকু দিয়ে ফসলি জমিতে মাটি কাটার ধুম, নিরব প্রশাসন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের সূত্র ধরে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।