কিশোরগঞ্জে এক অসহায় পরিবারের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলেও ভুক্তভোগীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম উরফে রুপাল মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় তিন জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা নয়াপাড়া গ্রামের মৃত মো. মহিউদ্দিনের ছেলে মো. তাজুল ইসলাম, মো.তাজুল ইসলামের ছেলে মো. মামুনুর রশিদ উরফে মোহাম্মদ আলী ও
তাজুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুপাল মিয়ার সাথে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে। গত ১২ এপ্রিল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা আদালতের রায়ের উপক্ষা করে দেশীয় অস্ত্র নিয়ে ওই জমির মালিকানা দাবি করে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ঘর নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করে। এতে রুপাল মিয়া ও তার স্ত্রী বাধা প্রদান করলে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। এ সময় রুপাল মিয়া নিকটস্থ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনে বাধা দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবার তারা ঘর নির্মাণ ও মটর স্থাপন করতে থাকে। এর আগে গেল বছরের ০৫ এপিল আদালতে তাদের বিরুদ্ধে মামলা হলে তারা জামিনে আসার পর থেকে প্রকাশ্যে রুপারের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা একটি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে কাজে বাধা দেই। যেহেতু এই বিষয়ে আদালতে মামলা চলমান। তবে এ বিষয়ে আমরা সর্তক আছি।