উৎসর্গ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০২৯ বার পড়া হয়েছে
জীবনের প্রয়োজনে জীবন-মানবতার সেবায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর ১১ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) রাতে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইমরুল কায়েস এর স্বাক্ষরিত ও নির্বাহী পরিচালক শেখ শাহরিয়ার পানা’র সুপারিশ ক্রমে মো. কামরুজ্জামান কে আহ্বায়ক ও মো. সাখাওয়াত হোসেন আকাশ কে সদস্য সচিব করে আগামী ২ মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি দেওয়া হয়।
১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা শাউন, সদস্য মোঃ আমিনুল হোসেন রনি, নাওয়াযীশ আলী মুগ্ধ, রবিউল আউয়াল আকাশ, হাসানুল মামুন নিলয়, মো. মিশাদ, মো. সজিবুল ইসলাম আকাশ, মোঃ আবু সাঈদ ও মো. নাঈম হাসান চাঁদ মনোনিত হন। উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সাংগঠনিক কাঠামো নির্মানের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যবৃন্দ মিলে আগামী ২ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলে জমা দেওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইমরুল কায়েস ২০১৬ সালের ১০ই ফেব্রুয়ারিতে ঢাকায় কয়েকজন স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে রেখে মহৎ উদ্যোগ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা করেন। বিগত ৮ বছরে দেশের অধিকাংশ জেলা এবং বিদেশি শাখা কমিটির মাধ্যমে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ।























