DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নৌকা পাওয়ার চ্যালেঞ্জ দিলেন সাবেক অতিরিক্ত ডিআইজি কাহার

রায়হান জামান,কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে গণসংযোগ করেছেন সাবেক অতিরিক্ত ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ করেন।

এ সময় তিনি জনসাধারণের মাঝে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন,কটিয়াদি-পাকুন্দিয়ার মানুষ শান্তিতে নেই শান্তি আনতে হলে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে।
আবারো ৭১ এর হাতিয়ার গর্জে উঠতে হবে।আওয়ামীলীগ কে আবারো ক্ষমতায় নিতে হবে।আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় নিতে উপযুক্ত নেতৃত্ব সৃষ্টি করতে হবে।সবাইকে সুচিন্তিত ভাবে উপযুক্ত নেতৃত্ব বাছাই করতে হবে।

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। তারা কিন্তু এখনো বসে নেই।তাই সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে কটিয়াদি পাকুন্দিয়ার মানুষ ভাল নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি নৌকা পাবো। আর পাশ করলে কটিয়াদি পাকুন্দিয়ায় শান্তি ফিরিয়ে আনবো।ইনশাআল্লাহ আমি আগামীতে মনোনয়ন পাব আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন।

এ সময় সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মো. দিদার আকন্দ’র পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন এগারোসিন্ধুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো:দুলাল,সহশ্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ,পাটুয়াভাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির,নজরুল ইসলাম সহ আরো অনেকেই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১