২২ সদস্য বিশিষ্ট ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে যাত্রা শুরু
মাথিয়া মাদরাসায় ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০৬:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৩৬১ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাথিয়া ই. ইউ. ফাজিল (স্নাতক) মাদ্রাসায় ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ২২ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়। নতুন নেতৃত্ব আগামী ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে শফিক নোমানীকে সভাপতি ও ইকরাম খান আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা- সহ-সভাপতি: মো. রিয়াদ, রায়হান,সহ-সাধারণ সম্পাদক: মো. সোহান, মোঃ মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক: কাউসার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. শহিদুল ইসলাম (রবিন), তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক: কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক: কাউসার, অর্থ সম্পাদক: মো. জুরাইজ, দপ্তর সম্পাদক: মামুনুর রশিদ নকীব, ক্রীড়া সম্পাদক: মো রবিন, প্রচার সম্পাদক: আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: আরমান, সদস্য: রিফাত, রাকিবুল, হানানোজ্জামান, খাইরুল সানি ও তামিম বায়জিদ।
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম নতুন কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। আশা করি নবনির্বাচিত নেতৃত্ব ভবিষ্যতেও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।










