বৃহৎ বাজেটেও দর্শক টানতে ব্যর্থ ডিজনির সিনেমা, দোষ দিলেন হলিউডের ‘রাজনৈতিক চাপকে’
হলিউডে ইসরাইলবিরোধী চাপে ‘স্নো হোয়াইট’ ব্যর্থ: গ্যাল গাদটের বিস্ফোরক মন্তব্য
- আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৪২২ বার পড়া হয়েছে
Photo Collected
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ইসরাইলি তারকা গ্যাল গাদট সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ইসরাইলবিরোধী রাজনৈতিক চাপে পড়ে ডিজনির বহুল আলোচিত সিনেমা ‘স্নো হোয়াইট’ শেষ পর্যন্ত দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়েছে।
গাদট বলেন, বর্তমানে হলিউডে একটি নির্দিষ্ট গোষ্ঠী শিল্পীদের ওপর ইসরাইলবিরোধী অবস্থান নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তিনি নিজে ইসরাইলি হওয়ায় এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ায় বারবার সমালোচিত হয়েছেন। তাঁর ভাষায়,
“যখনই আমি ইসরাইলের প্রতি সমর্থন জানাই, তখনই হলিউডের ভেতরে-বাইরে বিরাট চাপ তৈরি হয়। এই চাপই ‘স্নো হোয়াইট’-এর সাফল্যে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
বড় বাজেটেও হতাশাজনক ফলাফল
ডিজনির এই সিনেমাটিতে বিশাল অঙ্কের বাজেট খরচ হয়েছিল। কিন্তু মুক্তির পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ে ছবিটি। সমালোচকদের অনেকেই বলছেন, কাহিনি ও নির্মাণশৈলীর দুর্বলতাই ছবির পতনের কারণ। তবে গাদটের মতে, সিনেমার ব্যর্থতার পেছনে শুধু শিল্পগত দুর্বলতা নয়, বরং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রচারণাও বড় ভূমিকা রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক
‘স্নো হোয়াইট’-এর মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক সমালোচনার মুখে পড়েন গ্যাল গাদট। অনেকে তাঁকে ইসরাইলের পক্ষ নেওয়ায় দোষারোপ করেন, আবার অনেক দর্শক সিনেমাটিকে উদ্দেশ্যমূলকভাবে বয়কট করেছেন বলেও অভিযোগ রয়েছে।
হলিউডের দ্বন্দ্ব ও ভবিষ্যৎ প্রভাব
এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—হলিউডে কি সত্যিই শিল্পীদের রাজনৈতিকভাবে চাপের মুখে পড়তে হয়? নাকি সিনেমার মানের কারণেই দর্শক মুখ ফিরিয়ে নেয়? সমালোচকরা বলছেন, যেভাবেই দেখা হোক না কেন, গ্যাল গাদটের এই মন্তব্য হলিউডের রাজনৈতিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
—
এমএইচ মানিক
সাংস্কৃতিক সম্পাদক
ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন