DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতের কসমেটিক ফলের চালানসহ ২ কোটি সাড়ে ৭ লাখ টাকার মালামাল জব্দ

মোঃ মানিক খান
জানুয়ারি ২৫, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার কসমেটিকস ফলের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার, ছাতকের নোয়াকোট, সিলেটের পান্তুমাই, শ্রীপুর, কালাসাদেক, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, কালাইরাগ, পাথরকোয়ারি, প্রতাবপুর বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।

ভারতীয় কসমেটিকস(নিভিয়া সফট ক্রিম,রিংগার্ড,পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ,পন্ডস ব্রাইট বিউটি ক্রিম,ফ্যাশন হার্বস গোল্ড বিচ ক্রিম, ক্লপ জি ক্রিম,বেটনোভেট সি ক্রিম,গোল্ড বিচ ক্রিম,)জিলেট ব্লেড,আপেল,কমলা,চিনি,চকলেট,আইভল ক্যান্ডি,ৎশীতের কম্বল,বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ,অবৈধভাবে পাথর উক্তোলনরত নৌকা জব্দ করে।

এমকে/আস্থা

শোক সংবাদ
হাজি মোছা. জহুরা খাতুন
সুনামগঞ্জের তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের মাহারাম টিলা গ্রামের বাসিন্দা প্রয়াত ইউপি সদস্য হাজি মো. ইউনুছ আলীর স্ত্রী হাজি মোছা. জহুরা বেগম (৭৫) শনিবার বেলা পৌনে ৩টার দিকে বাদাঘাট বাজারের বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি —রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে,৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট-২৫.০১.২৫

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।