DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১লা ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাশনিবার ১লা ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় মদ বিড়ি সহ ৯৭ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট অফিস
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা কার্টুন ভর্তি মদ বিড়ি সহ ৯৭ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার ভোররাতে এপারে নিয়ে আসার পর সুনামগঞ্জের বাংলাবাজার,লাফার্জ,সিলেটের প্রতাবপুর,সংগ্রাম, সোনারহাট, পান্তুমাই,বিছনাকান্দি,দমদমিয়া, কালাসাদেক,তামাবিল,শ্রীপুর,মিনাটিলা,ডিবির হাওর বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল চোরাচালানের মালামাল গুলো জব্দ করে।

ভারতীয় (বিদেশি) কার্টুন ভর্তি বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, শীতের কম্বল, গবাদিপশু (গরু-মহিষ) মদ, সেখ নাসির উদ্দিন বিড়ি,চিনি,কমলা,ডালিম,পোস্তদানা,গার্ণিযার ক্রিম,বেটেনোভেট ক্রিম,সাবান, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সীমান্ত নদীতে অবেধভাবে পাথর উক্তোলন কাজে ব্যবহৃত একাধিক নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৯৬ লাখ ৭৪ হাজার টাকা।

একই দিন ভোরে পৃথক এক অভিযানে বিজিবি সীমান্তে মদ এপারে নিয়ে আসার পর চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:১৬
  • ৪:০৮
  • ৫:৪৮
  • ৭:০৪
  • ৬:৩৯