DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দলীয় আনুগত্যে ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী বকুল শেখ

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
জুলাই ৫, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার ৬নং বৌলাই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির নেতা হাজী বকুল শেখ।

বৃহস্পতিবার (৪ জুলাই)  বিকালে বৌলাই তাঁর নিজ অফিসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

হাজী বকুল শেখ তাঁর নির্বাচনী এলাকায় চেয়ারম্যান পদে পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণা শুরু করেছিলেন। তবে মনোনয়ন দাখিলের দিন দলীয় আনুগত্যে তিনি নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় হাজী বকুল শেখ বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বিএনপি নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত মোতাবেক দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। কারো চাপে নয়, একদিকে দলীয় নির্দেশনা অপরদিকে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু না হওয়ার শঙ্কায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে আজ বিকালে জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মোল্লা বাবুল, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মো. আরিফুল ইসলাম সোহাগ ও মো. শহিদুল ইসলামসহ মোট পাঁচজন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে।

উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান মো. আওলাদ হোসেন উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় এ পদটি শূণ্য হয়ে যায়। আগামী ২৭ জুলাই এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কমিশন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬