DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে রংপুরে হিন্দু ফ্রন্টের বিক্ষোভ

Astha Desk
ডিসেম্বর ৫, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর: ভারতীয় আগ্রাসন এবং দেশটির মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্দে অপপ্রচারের প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আজ (০৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, ফ্রন্টের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দাস, রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব বিশ্বাস, জিয়া মঞ্চ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশে অন্য কোন দেশের হস্তক্ষেপ দেখতে চায় না বাংলার মানুষ। এরপরে আবার হাইকমিশনে হামলা হয়, জাতীয় পতাকার অবমাননা হয়, সীমান্তে হত্যা হয়, আতংক সৃষ্টি করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের একটিও অফিস থাকতে দেয়া হবে না বলো হুশিয়ারি দেন। তারা বলেন, ছাত্র আন্দোলনের বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার দোসর ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশে হিন্দু-মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসীসহ কোন ধর্মের লোকের সাথে কারো কোন বিরোধ নাই। আমরা সকলে ভাই-ভাই। এখানে ভারতের কোন অবস্থান সহ্য করা হবেনা। আগামীতে দেশবিরোধী কোন ষড়যন্ত্র হলে বাংলার জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৫১
  • ৬:৪৩