সেলিব্রিটি জীবন ছেড়ে শান্তি খোঁজার সিদ্ধান্ত
হলিউড থেকে বিদায়: ডেকর মন্টগোমারি কেন সেলিব্রিটি জীবন ছেড়েছেন
- আপডেট সময় : ০৩:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১৪৯৪ বার পড়া হয়েছে
Photo : Geo News
বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘Stranger Things’–এ বিলি হারগ্রোভ চরিত্রে খ্যাতি পাওয়া অস্ট্রেলীয় অভিনেতা ডেকর মন্টগোমারি সম্প্রতি প্রকাশ করেছেন কেন তিনি হলিউড থেকে বিরতি নিয়েছিলেন। ৩০ বছর বয়সী এই অভিনেতা ‘The Australian’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার কারণে হলিউডের ঐতিহ্যবাহী তারকাদের মধ্যে যে ‘রহস্য’ ছিল, তা আর নেই। এই পরিবর্তন তাকে পাঁচ বছরের জন্য মিডিয়া থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করেছে।
মন্টগোমারি বলেন, “আমি কাউকে প্রতিযোগিতায় ফেলতে চাই না, আমি আমার সত্যকে বাঁচতে চাই এবং আশা করি এর মাধ্যমে জীবনযাপন করতে পারব।”
২০১7 সালে ‘Stranger Things’–এ যোগ দেওয়ার পর ২০২২ সাল পর্যন্ত তিনি এই সিরিজে অভিনয় করেন। এরপর ‘Went Up the Hill’ নামক একটি ইন্ডি থ্রিলারে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয়ে ফিরেছেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের নতুন দিক উন্মোচন করতে চান।
এমএইচ/আস্থা