DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান শুরু

রায়হান জামান,কিশোরগঞ্জ
অক্টোবর ১৫, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ টিকা দান ক্যাম্পেইন ২০২৩ এর উদ্বোধন করা হয়।

এতে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া ও জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকাদান বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, মায়েদের মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। এ টিকাদানের মাধ্যমে তাদের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যাবে। তিনি জানান, কিশোরগঞ্জ জেলার ১০-১৪ বছর বয়সী ১ লক্ষ ৭৮ হাজার ৪৭৬ জনকে এ টিকা দেওয়া হবে। এর মধ্যে ১ লক্ষ ৬৪ হাজার ২৯৮ শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১৪ হাজার ১৭৮ জন। কিশোরগঞ্জ জেলায় ৫০ হাজার রেজিস্ট্রশনকারীদের আগামী দুএকদিনের মধ্যে টিকাদান সম্পন্ন করা হবে বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪