শিরোনাম:
গাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১০৩৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সোমবার (০৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশেপাশের মসজিদ থেকে মুসল্লীররা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার মিছিলে শরিক হন।

মিছিলকারীরা ইজরায়েল ও তার দোসরদের আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান। বিভিন্ন উপজেলয়াও ইজরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।










