DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চাল, ডালের লোভ দেখিয়ে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হওয়ার লোভে ৪নং ওয়ার্ড সদস্য জাহেদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা জসিম মিয়ার নেতৃত্বে বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. ফারুক মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করার অভিযোগ পাওয়া গেছে।

গত ০৯ সেপ্টেম্বর রশিদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চাল, ডালের লোভ দেখিয়ে ইউনিয়নের কিছু দরিদ্র নারী-পুরুষকে একত্রে জড়ো করেন জাহেদুল ইসলাম ও জসিম গং। পরে ব্যানার হাতে দিয়ে রাস্তার পাশে মানববন্ধন করান তারা।

প্রতিবেদকের হাতে আসা কল রেকর্ড অনুযায়ী তিনি ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্যানেল চেয়াম্যান হওয়ার লোভের বিষয়টি প্রকাশ পেয়েছে। মানববন্ধনের আগের রাতে ইউপি সদস্য জাহেদুল ইসলাম প্যানেল চেয়ারম্যানকে বলেন, ‘আপনি প্যানেল চেয়াম্যানের পদ থেকে রাতের মধ্যে পদত্যাগ করলে সদস্যপদটি টিকিয়ে রাখার ব্যবস্থা করা হবে। আর তা না হলে সকালে আপনার বিরুদ্ধে বিশাল মানববন্ধন করার ব্যবস্থা করে রেখেছি। প্যানেল চেয়ারম্যান মো. ফারুক ইউপি সদস্য জাহেদুল ইসলামকে পদত্যাগ করার কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন আপনার নামে আদালতে তিনটি মামলা আছে। এইজন্য আপনি প্যানেল চেয়ারম্যান হওয়ার যোগ্য না’।

এছাড়া প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত মামলা ও ব্যবসায়ী পাওনা টাকা চাওয়াকে চাঁদাবাজি বলে মানববন্ধনের অভিযোগ করেন।

মানববন্ধনের অংশগ্রহণকারী রোকিয়া খাতুনের সাথে কথা বললে তিনি জানান- ‘জাহিদ মেম্বার মানববন্ধনের আগের রাতে আমাদের চাল-ডাল দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদে আসতে বলে পরদিন পরিষদে গেলে একটি ব্যানার হাতে দাঁড়াতে বলে পরে তাদের মধ্য থেকে কয়েকজন প্যানেল চেয়ারম্যান ফারুক মেম্বারে বিরুদ্ধে বক্তব্য দেয়’। মানববন্ধনের অংশ নেওয়া চাঁন মিয়া, সোনা মিয়া, আরিফ মিয়াসহ অনেকেই একই কথা বলেছেন।

এই বিষয়ে রশিদাবাদ ইউনিয়নের বর্তমাম প্যানেল চেয়ারম্যান মো. ফারুক মিয়া জানান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল গ্রেফতার হওয়ার অনেক আগেই ইউপি সদস্যদের নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হই। আর জাহিদ মেম্বার সেই নির্বাচনে আমার কাছ পরাজিত হয়ে এখন প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে এলাকার গরীব মানুষকে চাল-ডালের লোভ দেখিয়ে মানববন্ধন করিয়েছে। তিনি যে আমার মামলার বিষয়টি উল্লেখ করেছেন তা আমার ব্যক্তিগত ও পারিবারিক মামলা। এছাড়া তিনি আমার ব্যবসায়ী লেনদেনের পাওনা টাকা চাওয়াকে চাঁদাবাজি বলে প্রচার চালিয়েছে’।

আরো পড়ুন :  খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

রশিদাবাদ ইউপি সচিব মো. নাসির উদ্দিন বলেন, বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. ফারুক মিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আমার কাছে নির্বাচনের রেজুলেশন আছে।

ইউপি সদস্য জাহেদুল ইসলামকে মানববন্ধনের বিষয়ে জিজ্ঞাস করলে তিনি বলেন, ‘বর্তমান প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে চুরিসহ আদালতে কয়েকটি মামলা আছে। আর মামলা থাকার কারণে এলাকাবাসী তার সদস্য পদ বাতিলের জন্য মানববন্ধন করেন’।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় দায়েকৃত মামলায় র‌্যাবের হাতে আটক হয় রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬