ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার Logo শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার Logo বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার Logo সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী Logo কঙ্গোতে তামার খনি ধসে নিহত ৪০ Logo ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল: আইএসপিআর Logo শাহজালালে পুশকার্টের ধাক্কায় ‘ভেঙে গেছে’ এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা Logo কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’ Logo আ.লীগের লকডাউনেও গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন Logo কিশোরগঞ্জ-১ আসনের তরুণ ও প্রবীণ ভোটারদের আস্থার প্রতীক ভিপি ওয়ালী উল্লাহ রাব্বানী

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ দ্রুত কার্যকর করণে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সমনে ঘন্টাব্যাপী মানববন্ধনের পর জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজা, দেলোয়ার হোসেন, একই সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ প্রমুখ।

 

বক্তারা বলেন- বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন পর থেকে তাঁরা একটি ক্যাম্পাসের অভাবে নিরাপত্তহীনতায় ভোগছে। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের আশপাশ পরিচিত না থাকায় তাঁরা নানারকম ভাবে হয়রানি শিকার হচ্ছে। গুরুদয়াল সরকারি কলেজের দশ তলা ভবনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য ৬টি ফ্লোর দেওয়া হয়েছে। সেই ৬টি ফ্লোরের মধ্যে প্রশাসনিক কার্যক্রমের জন্য পরিচালিত হচ্ছে ৩টি ফ্লোর। অবশিষ্ট ফ্লোরে ১২টা ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। তাই দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থায়ী ক্যম্পাসের জায়গা অধিগ্রহণ করে ক্যাম্পাস নির্মাণের জোর দাবি জানা তাঁরা।

এ বিষয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন- আমাদের বর্তমান অস্থায়ী ক্যাম্পাসটা গুরুদয়াল সরকারি কলেজের একটি ভবন। কিন্তু এই ভবনটিতে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হয়। যেটা যেকোনো মুহুর্তে বড় কোনো দুর্ঘটনায় উপনীত হতে পারে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিরাগতরা হুমকিধামকি ও মারধর করে।

তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রত্যাশা করছি।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ দ্রুত কার্যকর করণে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সমনে ঘন্টাব্যাপী মানববন্ধনের পর জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজা, দেলোয়ার হোসেন, একই সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ প্রমুখ।

 

বক্তারা বলেন- বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন পর থেকে তাঁরা একটি ক্যাম্পাসের অভাবে নিরাপত্তহীনতায় ভোগছে। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের আশপাশ পরিচিত না থাকায় তাঁরা নানারকম ভাবে হয়রানি শিকার হচ্ছে। গুরুদয়াল সরকারি কলেজের দশ তলা ভবনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য ৬টি ফ্লোর দেওয়া হয়েছে। সেই ৬টি ফ্লোরের মধ্যে প্রশাসনিক কার্যক্রমের জন্য পরিচালিত হচ্ছে ৩টি ফ্লোর। অবশিষ্ট ফ্লোরে ১২টা ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। তাই দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থায়ী ক্যম্পাসের জায়গা অধিগ্রহণ করে ক্যাম্পাস নির্মাণের জোর দাবি জানা তাঁরা।

এ বিষয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন- আমাদের বর্তমান অস্থায়ী ক্যাম্পাসটা গুরুদয়াল সরকারি কলেজের একটি ভবন। কিন্তু এই ভবনটিতে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হয়। যেটা যেকোনো মুহুর্তে বড় কোনো দুর্ঘটনায় উপনীত হতে পারে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিরাগতরা হুমকিধামকি ও মারধর করে।

তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই দ্রুততম সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রত্যাশা করছি।