DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে রংপুরে মানববন্ধন

Astha Desk
জানুয়ারি ১২, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস : তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার চেয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব। রবিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ছাওমুম পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক উমর ফারুক, খাইরুল ইসলাম পলাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব রহমত আলী, শিক্ষার্থী শামসুর রহমান সুমন, শিহাব মন্ডল প্রমুখ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক বলেন, তিস্তা নদীর সাথে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য গভীরভাবে জড়িত রয়েছে। আন্তর্জাতিক নদী তিস্তার পানি একতরফা ভাবে প্রত্যাহার করে নিয়ে ভাটির দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুষ্ক মৌসুমে এ অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। বর্ষার অতিপ্লাবনে মানুষের সম্পদ ও জীবন ধ্বংস হচ্ছে। আলোচনার মাধ্যমে ভারতের সাথে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেশের অধিকার নিশ্চিত করতে হবে।রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আন্তঃসীমান্ত নদীর উজানে স্থাপনা তৈরি করতে হলে ভাটির দেশের সাথে আলোচনা করতে হয়। এটা আন্তর্জাতিক নিয়ম। ভারত এই আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। এটি ইতিহাসের বর্বরতম অমানবিক ঘটনা। এটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুভাবাপন্ন আচরণ।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।